প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ মার্চ, ২০২৩

আজকের এই দিনে

আজ ৩০ মার্চ। এই দিনে অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্মণ্ডমৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, ইতিহাস। সেই ইতিহাস জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ বিশ্ব চিকিৎসক দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৮১২ : কলকাতায় এথেনিয়াম থিয়েটার নামে রঙ্গমঞ্চ খোলা হয়।

১৮৬৭ : রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা খরিদ।

১৯৩০ : চীনে বামপন্থি চীনা সাহিত্যিক সংঘ প্রতিষ্ঠিত হয়।

১৯৭৯ : ব্রিটিশ সাংসদ এ্যরি নিভ গাড়িবোমা হামলায় নিহত।

১৯৮১ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রনাল্ড রেগান গুলিবিদ্ধ হন।

১৯৯২ : সত্যজিৎ রায় অস্কার পুরস্কার ‘মাস্টার অব ফিল্ম মেকার’ লাভ করেন।

১৯৯৬ : বিএনপি প্রথম তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে পদত্যাগ।

২০০৯ : ১২ জন সশস্ত্র লোক পাকিস্তানের মানাওয়ান পুলিশ একাডেমি আক্রমণ করে।

জন্ম :

১৮৭০ : বসুমতীর সম্পাদক ও লেখক সুরেশচন্দ্র সমাজপতি।

১৮৯৯ : শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বাঙালি লেখক ও চিত্রনাট্যকার।

১৯০৮ : দাদাসাহেব ফালকে পুরস্কার এ সম্মানিত ভারতীয় অভিনেত্রী দেবিকা রানী।

১৯৭৯ : নোরা জোন্স, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংগীত শিল্পী, পিয়ানো বাদক এবং অভিনেত্রী।

মৃত্যু :

১৬৬৩ : মীর জুমলা, মোগল সেনাপতি।

১৯৪৮ : ইরানের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানতাপস এবং আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ হোসেইন।

১৯৫৭ : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলা ভাষার রূপকথার প্রখ্যাত রচয়িতা ও সংগ্রাহক।

১৯৬৫ : সতীনাথ ভাদুড়ী প্রথিতযশা বাঙালি সাহিত্যিক।

১৯৭১ : শিক্ষাবিদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close