নিজস্ব প্রতিবেদক
যারা পণ্যের দাম বাড়াচ্ছে তারা গণবিরোধী
তথ্যমন্ত্রী

বিএনপি মাহে রমজানের পবিত্রতা নষ্ট করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, রমজানে কিছু ব্যবসায়ী বাড়তি চাহিদার সুযোগ নিয়ে পণ্য মূল্য বাড়ানোর চেষ্টা করছে। তারা গণবিরোধী। এদের শাস্তি হওয়া উচিত।
শনিবার (২৫ মার্চ) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অতীতে আমরা কখনই পবিত্র রমজান মাসে আন্দোলনের ঘোষণা দেখি নাই। কারণ সবাই রমজানের পবিত্রতা বজায় রেখে রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকে। রমজানে ইফতার হয়, সেখানে কথাবার্তা হয় এবং অন্যান্য কর্মসূচি হয়। বিএনপির কর্মসূচি দেখে মনে হচ্ছে তারা রমজানের পবিত্রতাটাও নষ্ট করতে চায়।
এ সময় রমজানে দেশে পণ্যের যথেষ্ট মজুদ থাকার পরও যারা দাম বাড়াচ্ছে, তাদের গণবিরোধী আখ্যা দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য যে রমজান কিংবা কোনো উৎসব-পার্বণ এলে আমাদের দেশের কিছু কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করার জন্য পণ্যের মূল্য বাড়িয়ে দেয়। তারা গণবিরোধী। তাদের শাস্তি হওয়া উচিত।
তথ্যমন্ত্রী বলেন, খাদ্যনীতিতে বলা আছে, দেশে যদি ১০ লাখ টন খাদ্যপণ্য মজুদ থাকে তাহলে সেটি নিরাপদ। কিন্তু বর্তমানে ২০ লাখ টনের চেয়ে বেশি খাদ্যশস্য চাল, গম এবং ভোগ্যপণ্যের মজুদ রয়েছে, কোনো কোনো পণ্য রমজানের চাহিদার চেয়ে অতিরিক্ত মজুদ রয়েছে। এরপরও দেখা যাচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী ও মজুদদার এই রমজানের সুযোগ নিয়ে পণ্যের মূল্য বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এদের বিরুদ্ধে সরকার এরই মধ্যে ব্যবস্থা গ্রহণ করছে এবং প্রয়োজনে শাস্তির বিধান রাখা হবে।
"