প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২২ মার্চ, ২০২৩

আজকের এই দিনে

আজ ২২ মার্চ, ইতিহাসের এই দিনে বিশ্বের দেশে দেশে ঘটেছিল অনেক সাড়া জাগানো ঘটনা ঘটে। এতে মানুষের জীবন, সমাজব্যবস্থা, রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্রীয় আইন-কানুনের ক্ষেত্রে আসে ব্যাপক পরিবর্তন। বদলে যায় মানুষের জীবন পদ্ধতি ও কাজকর্ম। আসুন জেনে নিই সেসব ব্যাপার সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

১৪২১ সালের এই দিনে আনজৌর যুদ্ধে স্টকদের হাতে ইংরেজদের পরাজয়।

১৭৩৯ সালের এই দিনে নাদির শাহ্ ভারতের দিল্লি দখল করেন এবং শহরের মূল্যবান বস্তু লুটপাট করেন।

১৭৯৩ সালের এই দিনে বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।

১৮২৪ সালের এই দিনে লন্ডনে ন্যাশনাল গ্যালারি প্রতিষ্ঠিত হয়।

১৮৮২ সালের এই দিনে বহুগামিতা নিষিদ্ধ করে মার্কিন কংগ্রেসে বিল পাস।

১৮৮৮ সালের এই দিনে ইংলিশ ফুটবল লীগ গঠিত হয়।

১৮৯৮ সালের এই দিনে অবিভক্ত ভারতে ফৌজদারি কার্যবিধি প্রবর্তন।

১৯০৪ সালের এই দিনে নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর পত্রিকার মাধ্যমে পত্রিকায় বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণের ঘটনা ঘটে।

১৯১২ সালের এই দিনে বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙ্গে বিহার রাজ্য গঠিত হয়।

১৯৪২ সালের এই দিনে স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে।

১৯৪৫ সালের এই দিনে কায়রো সনদ গ্রহণের মধ্য দিয়ে আরব লীগ গঠিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close