প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ মার্চ, ২০২৩

আজকের এই দিনে

আজ ২১ মার্চ, ইতিহাসের এই দিনে দুনিয়াতে ঘটেছিল অনেক ঘটনা। ওইসব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। এতে মানুষের জীবনাচার, ধর্মবোধ, সমাজজীবন ও রাষ্ট্রচিন্তায় এসেছিল যুগান্তকারী পরিবর্তন। আসুন জেনে নেই সেসব বিষয় সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

১১৮৮ : জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন।

১৪১৩ : পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৬১০ : রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন।

১৭৯১ : ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।

১৮০১ : আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে।

১৮২৯ : স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক নিহত হয়।

১৮৩৬ : কলকাতায় প্রথম গ্রন্থাগার (ক্যালকাটা পাবলিক লাইব্রেরি) স্থাপিত হয়।

১৮৫৭ : টোকিওতে ভূমিকম্পে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়।

১৯১৭ : বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেপ্তার হন।

১৯১৯ : সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা।

১৯৪৮ : রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উপস্থিত জনতা না, না বলে তার উক্তির প্রতিবাদ জানায়।

১৯৬৫ : মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।

১৯৭২ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লেসোথো।

১৯৭৪ : বাংলাদেশকে স্বীকৃতি দেয় কঙ্গো প্রজাতন্ত্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close