প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ মার্চ, ২০২৩

আজকের এই দিনে

আজ ১৯ মার্চ। ইতিহাসের এই দিনে পৃথিবীতে ঘটেছিল অনেক ঘটনা। এ সব ঘটনা তৎকালীন মানব সমাজে ফেলেছিল মনে রাখার মতো ছাপ। সেগুলো সমাজ, রাজনীতি ও মানুষের জীবনাচারে এনেছিল অনেক পরিবর্তন। এ দিন জন্মেছিলেন অনেক ক্ষণজন্মা মানুষ। আসুন জেনে নেই সে সব ঘটনার কথা। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

১৯৪৪ সালের এই দিনে উত্তর-পূর্ব ভারতে আজাদ হিন্দ ফৌজ জাতীয় পতাকা উত্তোলন করে।

১৯৪৮ সালের এই দিনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা।

১৯৭২ সালের এই দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

২০১৭ সালের এই দিনে বাংলাদেশ ক্রিকেট দল তাদের শততম টেস্ট খেলে এবং জয় দিয়ে শততম টেস্টকে স্মরণীয় করে রাখে।

জন্ম :

১৮১৩ সালের এই দিনে স্কটিশ চিকিৎসক খ্রিস্ট ধর্মপ্রচারক ও মহান মানবতাবাদী অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন। (মৃ.১৮৭৩)।

১৮২১ সালের এই দিনে ব্রিটিশ সৈনিক, ভূগোলবিদ ও কূটনীতিক রিচার্ড ফ্রান্সিস বার্টনের জন্ম।

১৯০২ সালের এই দিনে ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়ের জন্ম, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। (মৃ.১৯৭২)।

১৯১৯ সালের এই দিনে বাঙালি কবি, গীতিকার, নাট্যকার ও সাংবাদিক সিকান্দার আবু জাফরের জন্ম।

১৯৫২ সালের এই দিনে হার্ভি ওয়াইনস্টিন, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯৫৫ সালের এই দিনে ব্রুস উইলিস, জার্মান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, প্রজোযক ও সংগীতশিল্পী।

১৯৭৩ সালের এই দিনে অ্যাশলি জাইলস, ইংরেজ ক্রিকেটার ও কোচ।

১৯৭৬ সালের এই দিনে ইতালিয়ান ফুটবলার আলেসান্দ্রো নেস্টা।

১৯৮৪ সালের এই দিনে ভারতীয় মডেল এবং অভিনেত্রী তনুশ্রী দত্ত ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close