জামালগঞ্জ প্রতিনিধি

  ১৫ মার্চ, ২০২৩

বৃষ্টির জন্য হাওরে মোনাজাত

সুনামগঞ্জের জামালগঞ্জে ফসল রক্ষায় বৃষ্টির জন্য দোয়া ও বিশেষ মোনাজাত করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাক খেলার মাঠ ও জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের বড় মাঠে এ বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আল্লাহর দরবারে দুই হাত তুলে বৃষ্টির জন্য কান্নাকাটি করেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। এর আগে মোনাজাতে অংশ নেওয়ার জন্য মাইকিং করা হয় বিভিন্ন গ্রামসহ এলাকার প্রধান প্রধান বাজারগুলোতে।

স্থানীয়রা জানান, বৃষ্টি না হওয়ায় এলাকার বড় বড় পুকুর, জলাশয়, খাল-বিল শুকিয়ে চৌচির। এর ফলে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। নষ্ট হয়ে যাচ্ছে বোরো ফসল। চরম শঙ্কা আর অস্বস্তিতে রয়েছেন হাওর পারের কৃষককুল। হুমকির মুখে রয়েছে বিভিন্ন জাতের ধানের চারা। পানির অভাবে ধানের চারায় মাজরা পোকা নামে এক ধরনের কীট ধানখেত নষ্ট করছে। এতে কীটনাশক দিয়েও কোনো আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য উপজেলার বিভিন্ন গ্রামে আয়োজন করা হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাতের।

দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ইয়াহিয়া আহমেদ জুয়েল। কয়েক গ্রামের মুরব্বি, যুবক ও শিশুরা বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। সাবেক চেয়ারম্যান রজব আলী বলেন, এর আগে কখনো এতটা পানি শূন্যতা দেখিনি। তীব্র খরায় আমাদের ধানের জমি নষ্ট হয়ে যাচ্ছে। তাই বৃষ্টির জন্য কয়েক গ্রামের লোকজন মিলে আল্লাহর দরবারে প্রার্থনার আয়োজন করেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close