প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ মার্চ, ২০২৩

আজকের এই দিনে

আজ ১৪ মার্চ, পৃথিবীর ইতিহাসে এই দিন ঘটেছিল নানা ঘটনা। ওইসব ঘটনা মানুষের সমাজ জীবন ও রাজনীতিতে এনেছিল বিপুল পরিবর্তন। বদলে গিয়ে সমাজ জীবন, রাজনীতি ও সমাজ ও সভ্যতা। আসুন জেনে নেই সে সম্পর্কে। নিচের তথ্যগুলো নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

১৮৬৪ : স্যার স্যামুয়েল বেকার অ্যালবার্ট আফ্রিকার হ্রদ আবিষ্কার ও নামকরণ করেন।

১৮৯১ : ইংলিশ চ্যানেলে প্রথম ডুবো জাহাজের মাধ্যমে টেলিফোন লাইন স্থাপিত হয়।

১৯২৫ : প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।

১৯৩১ : আলম আরা ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পায়।

১৯৩৯ : কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের উদ্বোধন হয়। ১৯৫৫ : ভিয়েতনামে ঐতিহাসিক দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ শুরু হয়।

১৯৭৩ : বিজ্ঞানী মণিলাল ভৌমিক এক্সিমার লেজারের কথা প্রথম ঘোষণা করেন ডেনভার অপ্টিক্যাল সোসাইটিতে।

১৯৭৫ : রোম সম্রাট প্রথম কার্দিনান্দ পোপের অনুমতি ছাড়াই অভিষেক অনুষ্ঠান করেন।

১৯৭৫ : রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আগমন করেন।

১৯৭৮ : ইসরাইল মহড়ার অজুহাতে সেনাবাহিনীকে জড়ো করে এবং লেবাননের উপর আগ্রাসন চালায়।

১৯৮০ : ইসলামী ইরানের সংসদ মজলিসে শুরার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৮৫ : তেহরানের জুমার নামাজের সমাবেশে বিদেশিদের অনুচররা বোমা হামলা চালিয়েছিল।

১৯৯০ : মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close