প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ মার্চ, ২০২৩

কন্যা হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড

পঞ্চগড়ে শিশু কন্যা হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড এবং ঝালকাঠির রাজাপুরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর :

পঞ্চগড় : ৬ মাসের কন্যা সন্তানকে হত্যার অভিযোগে নাজিমুল হক ওরফে নাজিমুলকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার রায় কার্যকর করার আদেশ দিয়েছেন বিচারক।

সোমবার (১৩ মার্চ) পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনিছুর রহমান ওই রায় প্রদান প্রদান করেন। নাজিমুল সদর উপজেলার শিংরোড পূর্ব জয়ধরডাঙ্গা গ্রামের জয়নুল হকের ছেলে। মামলার বিবরণে জানা যায়, নাজিমুল ১১ বছর আগে একই উপজেলার নারায়নপুর গ্রামের রশিদুল ইসলামের মেয়ে রশিদা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্ত্রীকে মারধর করত। পর পর তিন কন্যা সন্তান জন্ম দেওয়ায় অত্যাচারের মাত্রা বেড়ে যায়। ২০১৯ সালের ৩১ মার্চ রাতে স্ত্রী রশিদাকে মারপিট শুরু করলে দুই কন্যা এগিয়ে আসে। তখন নাজিমুল স্ত্রী ও তিন কন্যাকে ধারাল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু রত্নাকে মৃত ঘোষণা করে।

রাজাপুর (ঝালকাঠি) : ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের জেরে ঘুমের ওষুধ খাইয়ে হাত-পা বেঁধে অটোচালক স্বামী আউয়াল তালুকদারকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী সাপিয়া বেগমকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ মার্চ) রাত ২টার দিকে জেলার রাজাপুর উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার বাসিন্দা আবদুর রহমান তালুকদারের ছেলে অটোচালক মো. রবিউল আউয়াল তালুকদারের (৩২) সঙ্গে তার স্ত্রী সাফিয়া তালুকদারের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এর জের ধরে রবিবার রাতে ঘুমন্ত অবস্থায় রবিউলকে গলায় ছুরি চালিয়ে তার স্ত্রী হত্যা করে। নিহতের ছেলে রাফিন জানান, ৩ মাস আগে আঙ্গারিয়া গ্রামের এক নারীকে বিয়ে করেন তার বাবা। পরে কিস্তি উঠানোর কথা বলে তার মায়ের স্বাক্ষর নিয়ে ৪ শতাংশ জমি লিখে নেয়। সপ্তাহখানেক আগে বিষয়টি জানতে পেরে এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি হতো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close