নিজস্ব প্রতিবেদক
সরকারের সমালোচনা রাষ্ট্রদ্রোহ নয়
জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকারের সমালোচনা কখনোই রাষ্ট্রদ্রোহ হতে পারে না। অনেকেই সরকারের বিরোধিতাকে রাষ্ট্রদ্রোহ মনে করেন। এই মনোভাব থাকা ঠিক না। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে কুমিল্লা জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের মানুষ বৈষম্যের শিকার হচ্ছেন। মানুষের সঙ্গে এই বৈষম্য স্বাধীনতার চেতনা পরিপন্থি।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা কুমিল্লা মহানগর আহ্বায়ক রওশন আরা মান্নান এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম, সদস্যসচিব হুমায়ুন কবির মুন্সি। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর গোলাম মোস্তফা, মমতাজ উদ্দিন, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন ও এনাম জয়নাল আবেদীন।
"