প্রতিদিনের সংবাদ ডেস্ক
আজকের এই দিনে

আজ ৭ ফেব্রুয়ারি। এই দিনে অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, ইতিহাস। সেই ইতিহাস জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।
ইতিহাস :
১৮৫৬ : অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন।
১৮৬৫ : ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশিত হয়।
১৯৯১ : পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট-৭ ভূ-বায়ুমণ্ডলে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্টিনার আন্দিজ পর্বত এলাকায় ভেঙে পড়ে।
১৯৯২ : অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি সই।
জন্ম :
১৮৩৭ : অক্সফোর্ড নিউ ইংলিশ ডিকশনারির সম্পাদক জেমস হেনরি মারি।
১৮৭১ : আমাশা রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশি।
১৯০৪ : চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়।
মৃত্যু :
১৮৯৪ : বিখ্যাত সুর স্রষ্টা এবং সেক্সাফোনের আবিষ্কারক এডলফ সক্স।
১৯৭৯ : সাহিত্যিক কমলকুমার মজুমদার।
১৯৮২ : অনিল মুখার্জি, বাংলাদেশি লেখক ও রাজনীতিবিদ।
১৯৯২ : রাধারমণ মিত্র মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক।
২০০৫ : নারায়ণ সান্যাল, বাঙালি সাহিত্যিক।
২০১১ : প্রখ্যাত বাঙালি লোকসংগীত শিল্পী উৎপলেন্দু চৌধুরী।
২০২১ : শান্তিনিকেতনের চিনা ভাষাবিদ অধ্যাপক অমিতেন্দ্রনাথ ঠাকুর।
"