নিজস্ব প্রতিবেদক

  ০৭ ফেব্রুয়ারি, ২০২৩

চট্টগ্রামে আজ এমপি মোসলেম উদ্দিনের দাফন

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদ (৭৫) গত রবিবার রাত ১২টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তার নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। আজ তার মরদেহ চট্টগ্রামের গরীবুল্লাহ শাহ মাজার কবরস্থানে দাফন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, হুইপ শামসুল আলম চৌধুরী ও আতিকুল ইসলাম আতিকসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ নেতারা।

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংসদ সদস্য মরহুম মোসলেম উদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর মোসলেমের মরদেহ হেলিকপ্টারে করে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর বোয়ালখালীর ঘুমদণ্ডী পাইলট স্কুলমাঠে দ্বিতীয় জানাজা হবে। আজ (মঙ্গলবার) বেলা ১১টায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সর্বশেষ জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর গরীবুল্লাহ শাহ মাজার কবর স্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক : গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক গতকাল সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে বিকাল ৩টায় রাজধানীর কলাবাগান ক্লাব মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close