সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০২৩

পান বিক্রি করে চলে বাকপ্রতিবন্ধী শ্যামার সংসার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী গ্রামের বাকপ্রতিবন্ধী শ্যামা চরণের সংসার চলে পান বিক্রি করে।

জানা যায়, ৪৭ বছর ধরে উপজেলার হাটপাঙ্গাসী বাজারে পান বিক্রি করেই সংসার চালাচ্ছেন বাকপ্রতিবন্ধী শ্যামা চরণ (৬২)। স্ত্রী ও দুই ছেলে নিয়ে তার সংসার।

শুক্রবার (২৭ জানুয়ারি) তার সঙ্গে দেখা হলে বর্তমানে পানের খুব একটা ক্রেতা নেই- আকার-ইঙ্গিতে এমনটিই বোঝাতে চেয়েছেন তিনি। তার পরও ক্রেতার অপেক্ষায় বসে থাকেন তিনি। এদিকে উপজেলার হাটপাঙ্গাসী নিতাই চন্দ্র সাহা বলেন, বাকপ্রতিবন্ধী শ্যামা চরণ প্রায় ৪৭ বছর ধরেই পান বিক্রি করছেন উপজেলার হাটপাঙ্গাসী বাজারে।

পানের ক্রেতা শাহ জামাল জানান, বাকপ্রতিবন্ধী হলেও শ্যামা একজন সৎ ব্যক্তি। অল্প লাভেই পান বিক্রি করায় অন্যদের তুলনায় তার দোকানে ক্রেতার ভিড় লেগেই থাকে।

এদিকে উপজেলার পাঙ্গাসী ইউপি সদস্য সামসুল আলম খোকনের সঙ্গে কথা হলে তিনি জানান, শ্যামা চরণ একজন বাকপ্রতিবন্ধী। তার পরও তিনি কারো কাছে হাত না পেতে নিজে উপার্জন করে জীবিকা নির্বাহ করছেন, যা সত্যিই প্রশংসার দাবিদার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close