প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ জানুয়ারি, ২০২৩

আজকের এই দিনে

আজ ২৫ জানুয়ারি। এই দিনে অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্মণ্ডমৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, ইতিহাস। সেই ইতিহাস জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৬৬২ : ব্রিটিশ সেনাবাহিনী জাঞ্জিবারে স্থায়ী ঘাঁটি স্থাপন করে।

১৮৭১ : জার্মানির চিকিৎসক হানসেন কুষ্ঠ রোগের জীবাণু আবিষ্কার করেন।

১৮৯০ : নেলি ব্লে তার বিশ্বভ্রমণ শেষ করেন, সময় লেগেছিল ৭২ দিন।

১৮৯৯ : প্রথম রেডিও প্রস্তুতকারী কোম্পানি চালু হয়।

১৯১৫ : আলেকজান্ডার গ্রাহামবিল ইউএস ট্রান্সকন্টিনেন্টাল টেলিফোন উদ্বোধন করেন।

১৯৪৮ : সত্যেন্দ্রনাথ বসু কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন।

১৯৬৪ : পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়।

১৯৭২ : বাংলাদেশকে স্বীকৃতি দেয় চেকোসøাভিয়া ও টোঙ্গা।

১৯৭৫ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

১৯৭৫ : বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) ব্যবস্থার প্রবর্তন।

জন্ম :

১৮২৪ : মাইকেল মধুসূদন দত্ত, বাঙালি কবি ও নাট্যকার।

১৮৫৬ : অশ্বিনীকুমার দত্ত, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।

১৮৬৩ : মানকুমারী বসু বাংলার সর্বজনবিদিত অন্যতম মহিলা কবি ও লেখিকা।

১৯৩৪ : আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশি অর্থনীতিবিদ, কূটনীতিবিদ এবং ভাষাসৈনিক।

মৃত্যু :

১৮৬৮ : রামগোপাল ঘোষ, ইয়ং বেঙ্গল গ্রুপের নেতা, বাগ্মী ও সমাজ সংস্কারক।

১৯৫৭ : আমাশয় রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশি।

১৯৭৯ : অনন্ত সিং, চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের অন্যতম নায়ক এবং রাজনীতিবিদ।

২০২১ : বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন (অব.) নুরুল হক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close