ইরফান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  ২২ জানুয়ারি, ২০২৩

কুবিতে এখনো ১৪৪ আসন ফাঁকা

গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস হলেও এখনো ভর্তি কার্যক্রম শেষ করতে পারেনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২৩ জানুয়ারি সোমবার থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে, তবে এখনো আসন ফাঁকা রয়েছে ১৪৪টি।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিট মিলিয়ে মোট আসন রয়েছে ১ হাজার ৪০টি। এতে ভর্তি হয়েছে ৮৯৬ জন শিক্ষার্থী। ফলে আসন ফাঁকা রয়েছে আরো ১৪৪টি। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. মো. সাইফুর রহমান। বারবার মেধা তালিকা প্রকাশ করেও আসন ফাঁকা থাকায় সেশনজটের আশঙ্কা করছে নবীন শিক্ষার্থীরা। কবে নাগাদ শূন্য আসন পূরণ হবে নিশ্চয়তা নেই। নবীন শিক্ষার্থীরা বলেন, আমাদের সঙ্গে পাস করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম সেমিস্টার শেষ। একই সেশনের এমন বৈষম্য আমাদের স্পষ্টত সেশনজটের শঙ্কায় ফেলছে। আমরা এখনো ক্লাসের মুখই দেখতে পেলাম না।

এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখনো পূরণ হয়নি কোটার আসন। বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. মো. সাইফুর রহমান বলেন, ‘এখনো কোটার আসন পূরণ হয়নি। তবে আমরা খুব দ্রুত দশম মেধাতালিকা প্রকাশ করব।’

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বলছেন, ‘গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন প্রক্রিয়ার কারণে আরো বেশি ধীরগতির হওয়ায় ক্লাস শুরু হতে দেরি হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ে সেশনজটের শঙ্কা ও অতীতের সুনাম নষ্ট হচ্ছে।’

প্রসংগত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৩ জানুয়ারি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close