প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৮ ডিসেম্বর, ২০২২

আজকের এই দিনে

আজ ৮ ডিসেম্বর। সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনা প্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এসব জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৬০৯ : ইউরোপের দ্বিতীয় পাবলিক লাইব্রেরি চালু হয়।

১৭৯৪ : হেরাল্ড অব রুটল্যান্ডের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

১৯৩০ : কলকাতায় মহাকরণে অলিন্দ যুদ্ধে বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত অত্যাচারী ইংরেজ অফিসার এন জি সিম্পসন হত্যা করেন।

১৯৭১ : ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনী করাচি বন্দরে হামলা করে।

১৯৭১ : শেরপুরের নকলা পাক হানাদার মুক্ত হয়।

১৯৭২ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।

১৯৮৫ : দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠন।

১৯৯৬ : জাকার্তায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন শুরু হয়।

২০০৯ : বাগদাদে বোমা বিস্ফোরণে ১২৭ জন নিহত ও ৪৪৮ জন আহত হয়।

জন্ম :

১৯০০ : ভারতের খ্যাতিমান নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক ও অভিনেতা উদয়শঙ্কর।

১৯১৩ : কমিউনিস্ট বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ চিন্মোহন সেহানবীশ।

মৃত্যু :

১৯২০ : শাইখুলহিন্দ হজরত মাওলানা মাহমুদ হোসাইন।

১৯৮৬ : আ ন ম বজলুর রশীদ, বাংলাদেশি সাহিত্যিক ও শিক্ষাবিদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close