প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ ডিসেম্বর, ২০২২

পশ্চিমবঙ্গে তৃণমূল নেতার বাড়িতে বোমা, নিহত ৩

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় এক তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে ওই নেতাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১০টায় সেখান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কাঁথির ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার নাড়য়াবিলা গ্রামে স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণটি ঘটে। অতি জোরালো এ বিস্ফোরণে বাড়িটির কয়েকটি মাটির ঘর উড়ে যায়। তিনজন নিহত হওয়ার পাশাপাশি আরো দুজন গুরুতর আহত হয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে। বিজেপির অভিযোগ, ওই তৃণমূল নেতার বাড়িতে বোমা তৈরির সময় সেটি বিস্ফোরিত হয়েছে। সিপিআইয়ের (এম) এক জ্যেষ্ঠ নেতা এ ঘটনায় তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের বিবৃতি দাবি করেছেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন, কোনো প্রমাণ ছাড়াই পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের ওপর দায় চাপানো বিরোধী দলগুলোর জন্য একটি সহজ কাজ হয়ে দাঁড়িয়েছে।

এনডিটিভি জানিয়েছে, আগামী বছরের প্রথমদিকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা রয়েছে, তার আগে পুলিশ রাজ্যজুড়ে চিরুনি অভিযান চালাচ্ছে। এই অভিযানে বহু ঘরে তৈরি বোমা ও অস্ত্র উদ্ধার হচ্ছে।

ক্ষমতাসীন তৃণমূল জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। এর আগে ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে ব্যাপক সহিংসতা হয়েছিল।

ভূপতিনগরের বিস্ফোরণ নিয়ে অমিত শাহকে চিঠি লিখছে বিজেপি, চক্রান্তের অভিযোগ তুলল তৃণমূল

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে এনআইএ তদন্ত চায় বিজেপি। যদিও গোটা বিষয়টি ‘চক্রান্ত’ বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে তদন্তের দাবি তুলেছেন তারা।

কলকাতার পত্রিকা আনন্দবাজারের খবর, ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত করুক জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গতকাল শনিবার এ দাবিই জানিয়েছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার ঠিক আগের রাতে বিস্ফোরণে উড়ে গিয়েছে এক তৃণমূল নেতার বাড়ি। তাতে মৃত্যু হয়েছে এক তৃণমূল নেতাসহ তিনজনের। ওই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরই সুর চড়িয়েছে বিজেপি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখা হবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। যদিও গোটা বিষয়টি ‘চক্রান্ত’ বলে অভিযোগ করছেন তৃণমূল নেতৃত্ব। তারা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় তল্লাশির দাবি তুলেছেন।

রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনা নিয়ে শাসকদলকে আক্রমণ করেছে বিজেপি। পাশাপাশি, কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবি তুলে চাপও বজায় রাখার চেষ্টা করছে তারা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্তের কথায়, ‘আমরা চাইছি, এইআইএ তদন্ত করুক। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও লিখছি। কারণ তিনজন মারা গিয়েছে। তাদের সেই এখতিয়ার আছে।’ শনিবার মালদহ সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে করেন সুকান্ত। সেখান থেকেই এই দাবি তোলেন তিনি। ঘটনাচক্রে ভূপতিনগরের ওই ঘটনার পর স্থানীয় বিজেপি নেতাদের গলাতেও শোনা গিয়েছে এনআইএ তদন্তের দাবি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close