নিজস্ব প্রতিবেদক

  ০৪ ডিসেম্বর, ২০২২

ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে আরো ৩৫১

সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কেউ মারা যায়নি। তাতে এ পর্যন্ত মৃত্যু ২৫৪ জনই থাকল। শনিবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৩৫১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২০৭ জন ও ঢাকার বাইরে ১৪৪ জন। বর্তমানে সারা দেশে এক হাজার ৭১০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৩৩ জন ও ঢাকার বাইরে ৭৭৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী ৫৮ হাজার ২০৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ১০ জন ও ঢাকার বাইরে ২১ হাজার ১৯৯ জন।

একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগী ৫৬ হাজার ২৪৫ জন। এর মধ্যে ঢাকায় ৩৫ হাজার ৯২২ জন ও ঢাকার বাইরে ২০ হাজার ৩২৩ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close