মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

  ০২ ডিসেম্বর, ২০২২

বনের কাটা গাছ ডোবায়, চার দিন পর উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বনায়ন থেকে চুরি করে গাছ কেটে ডোবার পানিতে লুকিয়ে রেখেছিল দুর্বৃত্তরা। এ ঘটনা জানাজানির চার দিন পর বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তেলিপাড়া গ্রাম থেকে বনজ গাছের ১৪টি গুঁড়ি উদ্ধার করেছে বন বিভাগ।

বন বিভাগের ভাষ্য, ওই ইউনিয়নের চরহালিম এলাকার বেড়িবাঁধের দুই পাশে সৃজিত বন বিভাগের বনায়ন থেকে গাছগুলো কাটা হয়েছে। স্থানীয় লোকজন জানান, প্রায় এক সপ্তাহ আগে তেলিপাড়া গ্রামের জামাল শরীফের বাড়ির সামনের ডোবায় গাছগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়। বিষয়টি বন বিভাগ জানতে পারে চার দিন আগে। পরে তিন দফায় ঘটনাস্থলে এসে আকাশমনি ও বাবলা প্রজাতির বনজ গাছের ১৪টি গুঁড়ি উদ্ধার করে বৃহস্পতিবার জব্দ দেখিয়েছে বন বিভাগ।

এ ব্যাপারে বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, গাছ উদ্ধার করা হয়েছে। গাছ কাটার সঙ্গে যারাই জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close