নিজস্ব প্রতিবেদক

  ২৭ নভেম্বর, ২০২২

বিদেশি হস্তক্ষেপে কল্যাণ হয় না

পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির দিকে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বিদেশিদের হস্তক্ষেপে কোনো রাষ্ট্রের কল্যাণ হয় না। শনিবার (২৬ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের নানা বক্তব্যের মধ্যে মোমেন এ কথা বললেন।

তিনি বলেন, ‘কিছু কিছু লোক বিদেশিদের কাছে গিয়ে চান, তারা একটা চাপ দিক। এটা খুবই দুঃখজনক। তারা হস্তক্ষেপ করলে কোথাও ভালো ফল আসে না। বিদেশিরা কখনোই মঙ্গলের কাজে আসে না।’

উদাহরণ হিসেবে আফগানিস্তানসহ কয়েকটি দেশের কথা বলেন তিনি। ‘আমাদের অভিজ্ঞতা হলো বিদেশিরা যখন স্বদেশের কাজে ব্যস্ত হয়ে পড়েন, তখন সেই দেশের মঙ্গল হয় না। আফগানিস্তান কী কষ্টে আছে এই বিদেশিদের জ্বালায়। চিলিতে পিনোশে (চিলির স্বৈরশাসক) কি একটা পপুলার গভর্নমেন্ট ছিল, বিদেশিদের জ্বালায় সে ধ্বংস হয়ে গেল।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, বিএনপি দেশের বিষয়টি নিয়ে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। অন্য দিকে বিএনপি নেতারা বলছেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের কথায় ফুটে উঠেছে। মোমেন বলেন, বিদেশিরা যেখানেই মাতব্বরি করেছে, সেখানকার অবস্থা ভয়াবহ হয়েছে, এটা জেনেও বাংলাদেশের অনেকেই বিদেশিদের কাছে ধরনা দেন।

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে কোনো অগ্রগতি আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ২০২০ এ হওয়ার কথা ছিল। কোভিডের কারণে হয়নি। কোভিড এখনো আছে। প্রধানমন্ত্রী গেলে বড় দল যায়, সবার কোয়ারেন্টাইন করতে হয়- এটা সম্ভব হবে না। এছাড়া তাদের সরকারের মধ্যেও একটু অসুবিধা চলছে। এ পরিপ্রেক্ষিতে আমরা পর্যবেক্ষণ করছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close