রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২২

নরসিংদীতে স্বরাষ্ট্রমন্ত্রী

অগ্রগতি ধরে রাখতে নৌকার বিকল্প নেই

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল বলেছেন, দেশের এই অগ্রযাত্রাকে যদি ধরে রাখতে হয় তাহলে নৌকা মার্কার কোনো বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প নাই, এ কথা আপনার ভাইকে বলবেন, আপনার পাশের জনকে বলবেন। বুধবার (২৩ নভেম্বর) রাতে নরসিংদীর রায়পুরা চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের আলীনগরে বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর ভাষাসৈনিক প্রয়াত এ কে এম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা বিশ্বাস করি জনগণের ভোট, জনগণের আস্থা। আমরা কোনো ষড়যন্ত্র বিশ্বাস করি না, বিশ্বাস করি দেশে জনগণ ভোট দেবে, আবার সরকার গঠন হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাসামগ্রী বিতরণ করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির আন্তর্জাতিকবিষয়ক সদস্য ও স্বাধীনতা পদক প্রাপ্ত প্রয়াত এ কে এম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনের পরিচালক ড. আসওয়াত আকসীর মুজিব ওয়াসি সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু, পাড়াতলী ইউপি চেয়ারম্যান ফেরদৌছ কামাল জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, উপজেলা আ.লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, রায়পুরা পৌর মেয়র মো. জামাল মোল্লা, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান, এ কে এম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনের পরিচালক আলহাজ হাসান জামিল বাদল, এ কে এম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনের পরিচালক নারায়নগঞ্জ জজকোট পিপি অ্যাডভোকেট এম জামান, চরাঞ্চল থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাঁশগাড়ী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলাল আহমেদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরপর রাতে রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়ামে সুধী সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close