প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ নভেম্বর, ২০২২

আজকের এই দিনে

আজ ২৩ নভেম্বর। সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এ সব বিষয় নিয়েই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৯১৯ : দিল্লিতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন হয়।

১৯২২ : রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেপ্তার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১৯৩৬ : লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

১৯৯৫ : বসনিয়া শান্তি চুক্তি সই।

জন্ম :

১৮৬০ : ইয়ালমার ব্রান্তিং, নোবেলজয়ী সুইডিশ সাংবাদিক ও প্রধানমন্ত্রী।

১৮৯৭ : নীরদচন্দ্র চৌধুরী, অবিভক্ত বাংলার খ্যাতনামা লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

মৃত্যু :

১৮৮৩ : প্যারীচাঁদ মিত্র, বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।

১৯৩৭ : জগদীশ চন্দ্র বসু, বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close