রাজবাড়ী প্রতিনিধি

  ২৩ নভেম্বর, ২০২২

কচু ও কলাপাতায় লিখে প্রতিবাদ

কাগজের মূল্যবৃদ্ধি

নিত্যপণ্যের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে কাগজসহ শিক্ষাসামগ্রীর দাম। এসব কথা কচু ও কলা পাতায় লিখে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার নেতারা। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা আধা ঘণ্টার মানববন্ধনে সংগঠনটির রাজবাড়ী জেলা শাখার সভাপতি কাওসার আহম্মেদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক অর্নিকা দাস, শহর শাখার সভাপতি উৎসব চক্রবর্তী বক্তব্য দেন। এ সময় তারা খাতাণ্ডকলম পেন্সিলসহ শিক্ষাসামগ্রীর মূল্যবৃদ্ধির উদ্বেগ প্রকাশ করেন। অবিলম্বে শিক্ষাসামগ্রীর দাম কমানো না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close