নিজস্ব প্রতিবেদক

  ২২ নভেম্বর, ২০২২

শিশুসাহিত্যিক আলী ইমাম আর নেই

শিশুসাহিত্যিক আলী ইমাম আর নেই। সোমবার (২১ নভেম্বর) বিকাল ৫টা ৫০ মিনিটে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে তানভীর ইমাম।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। পক্ষাঘাতগ্রস্ত হয়ে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তানভীর ইমাম জানান, তার বাবার মরদেহ রাতে হাসপাতালের হিমঘরে রাখা হবে। মঙ্গলবার বাদ জোহর চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা হবে। পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

আলী ইমাম ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। সপরিবার তিনি থাকতেন ঢাকার ঠাটারীবাজারে। তার শৈশব-কৈশোর কেটেছে পুরান ঢাকার ওয়ারী, লিঙ্কন রোড, নয়াবাজার, নওয়াবপুর, কাপ্তানবাজার, ফুলবাড়িয়া এলাকায়। লেখালেখি ছাড়াও অডিও ভিজুয়াল ব্যবস্থাপক হিসেবেও তিনি কাজ করতেন। আলী ইমাম বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক হিসেবে ২০০৬ সালে অবসরে যান। তিনি ২০০১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০১২ সালে তিনি শিশু একাডেমি সাহিত্য পুরস্কার পান।

শিশুসাহিত্য ছাড়াও তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধ, ফিচার, ভ্রমণকাহিনি, বৈজ্ঞানিক কল্পকাহিনি লিখেছেন। তার উল্লেখযোগ্য প্রবন্ধ ও গবেষণা গ্রন্থের মধ্যে রয়েছে সোনালী তোরণ, আলোয় ভুবন ভরা, দুঃসাহসী অভিযাত্রী, সেসুলয়েডের পাঁচালী, রক্ত দিয়ে কেনা। তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ধলপহর, হিজল কাঠের নাও, তোমাদের জন্য। শিশুসাহিত্য রয়েছে দ্বীপের নাম মধুবুনিয়া, অপারেশন কাঁকনপুর, তিরিমুখীর চৈতা, রুপোলী ফিতে, শাদা পরী। কিশোর উপন্যাসের মধ্যে রয়েছে রক্তপিশাচ তিতিরোয়া, ভয়াল ভয়ংকর, নীল শয়তান, ভয়ংকরের হাতছানি, রক্তপিশাচ, ইয়েতির চিৎকার, নীল চোখের ছেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close