প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২২ নভেম্বর, ২০২২

আজকের এই দিনে

আজ ২২ নভেম্বর। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এসব বিষয় নিয়েই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৮৫৬ : বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপটে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় এই মর্মে বিজ্ঞপ্তি ছাপা হয় যে, বিধবা বিবাহ করলে বরকে এক হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।

১৮৫৭ : সিপাহি বিদ্রোহে ঢাকার লালবাগ দুর্গে সিপাহি ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়।

১৮৭৭ : টমাস আলফা এডিসন গ্রামোফোন যন্ত্র আবিষ্কার করেন।

১৯১০ : লর্ড হার্ডিঞ্জ ভারতের ভাইসরয় পদে লর্ড মিন্টোর স্থলাভিষিক্ত হন।

১৯৭৯ : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

১৯৯০ : বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয়।

১৯৯১: মিসরীয় উপপ্রধানমন্ত্রী ড. বুত্রোস ঘালি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পান।

জন্ম :

১৮৮৬ : বেণী মাধব দাস, বাঙালি পণ্ডিত। নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রিয় শিক্ষক।

১৮৯৪ : পুলিনবিহারী সরকার, ভারতের অজৈব রসায়নের গোড়াপত্তনকারী বিজ্ঞানী।

১৯১৬ : শান্তি ঘোষ, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী।

১৯৬২ : রেজাউদ্দিন স্টালিন, বাংলাদেশি কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব।

১৯৬৫ : শাকুর মজিদ, বাংলাদেশি স্থপতি, নাট্যকার, তথ্যচিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক।

মৃত্যু :

১৭৭৪ : রবার্ট ক্লাইভ, ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় ভূমিকা পালনকারী।

১৯০৮ : বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী-শহীদ।

১৯৪৮ : ফখরুদ্দিন পাশা, মদিনার শেষ উসমানীয় গভর্নর।

১৯৬৩ : জন এফ কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি।

১৯৮৭ : সুরকার ও সংগীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close