বরিশাল প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০২২

শহীদ স্মৃতি ভেঙে ফেলায় বরিশালে ক্ষোভ

বরিশালের আগৈলঝাড়ায় স্বাধীনতাবিরোধীরা ভেঙে ফেলেছে মহান স্বাধীনতাযুদ্ধের স্মৃতিস্তম্ভ। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২০ নভেম্বর) রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামে। পুলিশ কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর বাহিনীর হাতে নিহত হওয়া পতিহার গ্রামের লক্ষীকান্ত সরকার, নীল রতন সোম, কৃষ্ণকান্ত শীল, রজনী ভদ্র, বাসিরাম হালদারসহ ১০/১২ জনের স্মরণে পতিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে স্থানীয়দের আর্থিক সহায়তায় নিহতদের নাম সংবলিত একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় ২০০২ সালে।

রবিবার রাতে স্বাধীনতাবিরোধীরা ওই স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলেছে। সোমবার (২১ নভেম্বর) সকালে স্থানীয় নাট্য ব্যক্তিত্ব সন্টু সরকার হাঁটতে বেরিয়ে ভেঙে ফেলা স্মৃতিস্তম্ভ দেখে স্থানীয়দের অবহিত করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি স্থানীয় গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে এদিন সকালেই উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত ও আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত বলেন, স্বাধীনতাবিরোধীদের এমন অপতৎপরতা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের আইনগত বিচারের দাবি জানাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close