প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ নভেম্বর, ২০২২

আজকের এই দিনে

আজ ২১ নভেম্বর। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এসব বিষয় নিয়েই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ সশস্ত্র বাহিনী দিবস ও বিশ্ব টেলিভিশন দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৭৮৩ : মন্টগোলফার ভ্রাভৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে উড্ডয়ন করে।

১৮০৬ : ঐতিহাসিক বার্লিন আদেশ জারি করা হয়।

১৮৭৭ : টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন।

১৯০৮ : বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসি দেওয়া হয়।

১৯৪৫ : ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দিদের মুক্তির দাবিতে কলকাতায় ছাত্র-শোভাযাত্রায় যোগ দিয়ে পুলিশের গুলিতে রামেশ্বর ও আবদুল সালাম নিহত হন।

১৯৭১ : বাংলাদেশ-ভারত মিত্র বাহিনী গঠিত হয়।

জন্ম :

১৯০৪ : বাঙালি শিশু সাহিত্যিক ও ছড়াকার হরেন ঘটক।

১৯২১ : প্রণোদিত প্রজননের জনক ড. হীরালাল চৌধুরী।

১৯৬৬ : কবির বকুল, বাংলাদেশের গীতিকার।

মৃত্যু :

১৯৭০ : নোবেলজয়ী ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর ভেঙ্কট রামন।

১৯৭৪ : পুণ্যলতা চক্রবর্তী, শিশু সাহিত্যিক।

১৯৯৫ : সবিতাব্রত দত্ত, নবনাট্য যুগের বিশিষ্ট অভিনেতা ও গায়ক।

১৯৯৬ : আবদুস সালাম, নোবেলজয়ী পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close