নিজস্ব প্রতিবেদক

  ০৩ অক্টোবর, ২০২২

পূজায় হামলা হলে কঠোর ব্যবস্থা : কাদের

সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী ও সাম্প্রদায়িক ব্যক্তিরা ভারতকে খারাপ বার্তা দিতে চায় বলে অভিযোগ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে পূজায় মন্দিরে হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রবিবার রমনা কালীমন্দিরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মাঝেমধ্যে দুর্গাপূজা দুর্বৃত্তদের দ্বারা টার্গেট হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। নোয়াখালীর চৌমুহনীতে, কুমিল্লা শহরে, রংপুরে হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, দুর্বৃত্তরা নির্বাচন সামনে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা চালিয়ে ভারত সরকারকে মেসেজ দিতে চায় যে, আওয়ামী লীগ সরকারের কাছে সংখ্যালঘুরা নিরাপদ না। এ সময় তিনি বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের অভয় দিয়ে বলেন, আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ১৪ মাস পর নির্বাচন। এখন নির্বাচন সামনে রেখে একটি অশুভ চক্র আছে। যারা হিন্দুদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিতে চায়, এ কাজটা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের হাতে মাইনোরিটি নিরাপদ নয়, এটা মেসেজ দিতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন চান, শান্তিপূর্ণভাবে ধর্মণ্ডকর্ম করতে দিন। সংলাপ করছেন করুন। এটা আপনাদের নিজেদের ব্যাপার। কিন্তু আমি বলব, দুর্গোৎসব দশমী পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ব্যাপারে সরকারের পাশাপাশি বিরোধী দল আপনাদেরও ভূমিকা আছে।’

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আশা করি দুর্গাপূজা শান্তিপূর্ণ উৎসব হিসেবে পালিত হবে। এই কয়টা দিন সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা পালন করব। এটা শুধু আওয়ামী লীগ নয়, সব দলের কর্তব্য। শুধু রাজনীতি করলে হবে না।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ মহানগর নেতারা ও পূজা উদযাপন কমিটির নেতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close