ফরিদপুর প্রতিনিধি

  ২৮ সেপ্টেম্বর, ২০২২

ফরিদপুরে হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠিখেলা

ফরিদপুরের বোয়ালমারীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজার এলাকায় এ লাঠি খেলা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, লাঠি খেলা দেখতে দেখতে কয়েকশ নারী-পুরুষ, বৃদ্ধ-শিশুরা ভিড় জমান। তেলজুড়ী কুমার নদে ১৫০ বছরের গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও মেলা উপলক্ষে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

লাঠি খেলায় অংশ নেওয়াদের একজন শহিদুল ইসলাম জানান, আমরা ঝিনাইদহ থেকে এসেছি। নবীর সরদার, আসাদুলসহ আমাদের দলে ৩০ জন লাঠিয়াল আছে। আমরা সবাই লাঠি খেলা দেখাতে এসেছি। আমরা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় লাঠি খেলা দেখিয়ে থাকি। শহিদুল বলেন, গ্রামবাংলার ঐতিহ্য লাঠি খেলা। বাপ-দাদার স্মৃতি ধরে রাখতেই খেলাটি খেলে থাকি আমরা। তবে বর্তমানে এই খেলার সঙ্গে জড়িতরা প্রায় সবাই দরিদ্র। খেলা দেখিয়ে যা পাওয়া যায়, তাই দিয়ে কোনো রকম সংসার চলে। শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, গ্রামীণ এসব খেলা সময়ের বিবর্তনে এখন বিলুপ্তির পথে। ঐতিহ্য রক্ষার খাতিরে হলেও গ্রামবাংলার হারাতে বসা এসব খেলা বাঁচিয়ে রাখতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতায় উদ্যোগ নেওয়া উচিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close