প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২২ সেপ্টেম্বর, ২০২২

আজকের এই দিনে

আজ ২২ সেপ্টেম্বর। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। একনজরে দেখে নিন এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু দিন। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ইতিহাস :

১৮৬২ : আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন।

১৯০৮ : বুলগেরিয়া উসমানীয় সম্রাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।

১৯১৫ : নদিয়া পৌরসভার নামকরণ করা হয় নবদ্বীপ পৌরসভা।

১৯৬২ : নিউইয়র্কে সংগীত পরিবেশন করেন বব ডিলান।

১৯৬০ : দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ মালি স্বাধীনতা লাভ করেছিল।

১৯৬৫ : ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়।

১৯৮০ : ইরান-ইরাক অঘোষিত যুদ্ধ শুরু হয়।

১৯৯৩ : রাশিয়ায় চরম সাংবিধানিক সংকট শুরু হয়।

১৯৯৭ : সশস্ত্র বাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত হয়।

জন্ম :

১৭৯১ : মাইকেল ফ্যারাডে, ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী।

১৮০০ : ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জর্জ বেনথাম।

১৮৪২ : ওসমানীয় সাম্রাজ্যের শাসক আবদুল হামিদ (দ্বিতীয়)।

১৯৩২ : শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ ফজলে রাব্বী।

১৯৩৯ : জুনকো তাবেই বিশ্বের প্রথম এভারেস্টজয়ী নারী।

১৯৫৬ : আনু মুহাম্মদ, বাংলাদেশি শিক্ষাবিদ ও সমাজকর্মী।

মৃত্যু :

৭১৬ : দামেস্কের সম্রাট সুলায়মান।

১৮২৮ : শাকা জুলু, জুলু জাতির নেতা।

১৮৯১ : তারকনাথ গঙ্গোপাধ্যায়, ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি লেখক।

১৯৭৪ : সৌমেন্দ্রনাথ ঠাকুর, সাম্যবাদী বাঙালি বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ।

১৯৯১ : মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেত্রী পদ্মশ্রী দুর্গা খোট।

২০০৩ : হুগো ইয়াং, ইংরেজ সাংবাদিক ও লেখক।

২০১১ : আবদুল মান্নান তালিব (বিশিষ্ট গবেষক, সৃজনশীল লেখক, অনুবাদক, সাহিত্য সংগঠক, সম্পাদক ও ইসলামি চিন্তাবিদ।

দিবস- বিশ্ব গাড়িমুক্ত দিবস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close