প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০২২

আজকের এই দিনে

আজ ২০ সেপ্টেম্বর। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনে’। একনজরে দেখে নিন এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ইতিহাস

১১৮৭ : মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে জেরুজালেম অবরোধ শুরু করে।

১৬২০ : তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।

১৮৩১ : বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ।

১৮৩৩ : চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা করেন।

১৮৩৯ : নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়।

১৮৫৪ : অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু।

১৮৫৭ : বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়।

১৮৭০ : ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে।

১৮৭৮ : দ্য হিন্দু ইংরেজি ভাষার সংবাদপত্র জিএস আয়ারের সম্পাদনায় প্রথম ভারতের চেন্নাই শহরে প্রকাশিত হয়।

১৯৪৬ : প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা কান চলচ্চিত্র উৎসব।

১৯৬৪ : আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে।

১৮৬৭ : হাঙ্গেরিকে অস্ট্রিয়ার সঙ্গে একীভূত করে বৃহৎ অস্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়।

১৯৭০ : সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।

১৯৯২ : আহসান মঞ্জিল জাদুঘর সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়।

২০০১ : ঢাকায় রিকশার বিকল্প হিসেবে ‘সিটি সার্কুলার বাস সার্ভিস’ চালু।

২০০৫ : যুক্তরাষ্ট্র ও কিউবায় হ্যারিকেন রিটার তাণ্ডব।

জন্ম

১৪৮৬ : ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র আর্থার।

১৮৩৩ : নোবেলজয়ী ইতালীয় মানবহিতৈষী এর্নেস্তো তেওদরো মোনেতা।

১৯৪৮ : মহেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৫২ : শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী।

১৯৫৭ : বলিউডের ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম।

মৃত্যু

১২৪৬ : কিয়েভের শাসক মিখাইল।

১৮৬৩ : ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা।

১৮৬৯ : গিরিশচন্দ্র ঘোষ, বাংলার ইংরেজি শিক্ষার প্রথম যুগের খ্যাতনামা সাংবাদিক।

১৯৮৬ : প্রবোধচন্দ্র সেন, বাঙালি ঐতিহাসিক, ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close