প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০২২

শারদীয় দুর্গোৎসব

শেষ মুহূর্তের প্রস্তুতি সম্প্রীতি সমাবেশ

আসন্ন দুর্গোৎসব উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় সম্প্রীতি সমাবেশ হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির জন্য। প্রতিনিধিদের পাঠানো খবর-

তাড়াশ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের তাড়াশে সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় তাড়াশ থানা পুলিশের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। তাড়াশ থানার অফিসার ইনচার্জ ওসি শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সার্কেল এসপি মাহফুজ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষ, তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল শেখ, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক, মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মেগনেট, ফাজিল মাদরাসার সুপার আনিছুর রহমান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, তাড়াশ কেন্দ্রীয় মসজিদের ইমাম আনিসুর রহমানসহ সব সম্প্রদায়ের সদস্য। তারাগঞ্জ (রংপুর) : রংপুরের তারাগঞ্জ উপজেলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে মহালয়ার মাধ্যমে শুরু হবে পূজার আড়ম্বর। এবারে প্রতিমার মূল্য ও কারিগরদের পারিশ্রমিক বেশি হওয়ায় মৃৎ শিল্পালয়গুলোতে চলছে আনন্দের জোয়ার। মৃৎ শিল্পালয়ে কারিগরদের মাঝে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিন-রাত পরিশ্রম করে মৃৎশিল্পীরা তাদের সুনিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন অসাধারণ নৈপুণ্য সব প্রতিমা।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শারদীয় দুর্গাপূজা সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়। সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. শামীম আর রশিদ তালুকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।

মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে পূজা উদযাপন পরিষদ আহ্বায়ক কমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় পৌর সদরের প্রেস ক্লাবে মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। সভায় প্রথম কমিটির সদস্য সচিব বিপ্লব কুমার সাহা লিখিত বক্তব্যে বলেন, গত ২২ আগস্ট আমাকে (বিপ্লব) সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলককে আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের জন্য ঘোষণা করে টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আনন্দ মোহন দে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন। কমিটি ঘোষণার পর উপজেলার পাঁচ ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। কিন্তু ৯০ দিন পার না হতেই কোনো প্রকার নোটিস ছাড়াই গত ১৭ সেপ্টেম্বর সুরঞ্জন তাপসকে আহ্বায়ক ও সুশীল সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্যের আরো একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। যা পূজা পরিষদ গঠনতন্ত্রের বিরোধী।

পলাশ (নরসিংদী) : নরসিংদীর পলাশে সামাজিক-সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আধুনিক পাল্টিপারপাস অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিরামপুর সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, ওসি (তদন্ত) মমিনুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রেজিনা পারভীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা প্রমুখ বক্তব্য দেন।

মধুখালী (ফরিদপুর) : সোমবার বেলা ১১টায় মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাসের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম।

বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা এবার ৯২টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। শেষ মুহূর্তে ভাস্কররা তাদের প্রতিমা আকর্ষণীয় করতে তুলির আঁচড় দিতে ব্যস্ত রয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close