নিজস্ব প্রতিবেদক

  ১৯ সেপ্টেম্বর, ২০২২

মির্জা ফখরুলের সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। রবিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তাদের মধ্যে এ বৈঠক হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ-জাপানের যে সম্পর্ক সেটা অনেক দিনের সম্পর্ক। জাপান আমাদের উন্নয়ন সহযোগীদের মধ্যে সবচেয়ে বড় ডোনার।’ তিনি বলেন, ‘আজ আমাদের দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় যেসব বিষয় আছে সেগুলোর ওপর আলোচনা হয়েছে। এ ছাড়া সমকালীন যে রাজনৈতিক অবস্থা তার ওপরও আলোচনা হয়েছে।’

সাম্প্রতিক সময়ে বিরোধী দলের ওপর হামলা-মামলার ঘটনাগুলো এ বৈঠকে আলোচনায় এসেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সমকালীন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এ বৈঠকটি ২০ মিনিট ধরে চলে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close