নিজস্ব প্রতিবেদক

  ১৫ আগস্ট, ২০২২

আজকের এই দিনে

আজ ১৫ আগস্ট। ইতিহাসের এই দিনে পৃথিবীতে ঘটেছিল অনেক ঘটনা। সেই সব বিখ্যাত ঘটনা তৎকালীন সমাজে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। ওই ঘটনাগুলোর আর্থসামাজিক প্রভাব নিয়ে এখনো তর্কবিতর্ক হয় লেখক ও বুদ্ধিজীবীদের চায়ের টেবিলে। আসুন, সংক্ষেপে জেনে নিই সেই ঘটনাগুলো সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

১২৮১ সালের এই দিনে জাপান আক্রমণ করতে গিয়ে কুবলাই খানের নৌবহর ঝড়ে পতিত হয়ে ধ্বংস হয়। ইতিহাসে এ ঘটনা ডিভাইন উইন্ড বা দৈব বাতাস বলে পরিচিত।

১৮৫৪ সালের এই দিনে বাংলায় প্রথম রেলপথ স্থাপন।

১৮৭২ সালের এই দিনে ইংল্যান্ডে প্রথম গোপন ব্যালটে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৮৭৫ সালের এই দিনে ব্রিটিশবিরোধী রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান লীগের জন্ম।

১৮৮৯ সালের এই দিনে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কলকাতার প্রসিদ্ধ ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।

১৯৪১ সালের এই দিনে পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

১৯৪৭ সালের এই দিনে ব্রিটিশ শাসন হতে মুক্তি পেয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়।

১৯৪৭ সালের এই দিনে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেন।

১৯৪৮ সালের এই দিনে কোরিয় উপদ্বীপ বিভক্ত হয়ে দক্ষিণ কোরিয়া স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

১৯৬০ সালের এই দিনে আফ্রিকার দেশ কঙ্গো ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৬৫ সালের এই দিনে ভারতে প্রথম দূরদর্শন প্রদর্শিত হয়।

১৯৭১ সালের এই দিনে অপারেশন জ্যাকপট সংগঠিত হয়।

১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সামরিক অভ্যুত্থানে তার পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close