নিজস্ব প্রতিবেদক

  ১৪ আগস্ট, ২০২২

সংকট কাটাতে চেষ্টার ত্রুটি নেই

কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সারা বিশ্বের সংকটে আজ বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। সারা বিশ্বেই জিনিসপত্রের দাম বেড়েছে। আমরা জানি, বাংলাদেশের জনগণের কষ্ট হচ্ছে। আমরা বলতে পারি, এই সংকট কাটিয়ে উঠতে সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই।’

শনিবার (১৩ আগস্ট) মহিলা শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘুম নেই। তিনি আন্তরিকভাবে চেষ্টা করছেন। শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গেছে, কীভাবে মানুষের একটু স্বস্তি দেওয়া যায়, সে চেষ্টা তিনি করে যাচ্ছেন।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই সংকট কেন্দ্র করে ফ্রান্সে বিরোধী দলের সরকার উৎখাতের বিক্ষোভ হয়নি, যুক্তরাষ্ট্রে বিরোধী দলের সরকার উৎখাতের বিক্ষোভ হয়নি। জার্মানিতে সরকারের বিরুদ্ধে প্রটেস্ট হয়নি, জাপানে বিক্ষোভ করেনি। আমরা সহযোগিতা চেয়েছিলাম। সারা বিশ্ব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর বাংলাদেশে তারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা মিছিল করুক। যখন মিছিল, মিটিং করতে পারছে, তখন তারা বলছে, বিদেশিদের চাপে সরকার মিছিল করতে দিচ্ছে। আমি বলব, বিদেশি শক্তির কাছে আমরা মাথা নত করি না। মাথা নত করার লোক শেখ হাসিনা নন। কারো কাছে আমরা মাথা নত করি না।’

মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংগঠনের সহসভাপতি শামসুর নাহার ভূইয়া, সাধারণ সম্পাদক রহিমা আক্তার সাথী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close