নিজস্ব প্রতিবেদক

  ০৭ আগস্ট, ২০২২

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী

জি এম কাদের

‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী। এর মাধ্যমে প্রমাণ হলো দেশের মানুষের প্রতি সরকারের কোনো দরদ নেই। এমন সিদ্ধান্তে জনজীবনে মহাবিপর্যয় দেখা দেবে। শনিবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী উল্লেখ করে জি এম কাদের বলেন, গত চার-পাঁচ মাসে বিভিন্ন স্থানে বেঞ্চমার্ক ক্রুড ওয়েলের দাম কমেছে ২৯-৩০ শতাংশ। ইউএস বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৮৯ ডলারের নিচে নেমে যায়।

‘গত মার্চে জ্বালানি তেলের দাম উঠেছিল ১২৪ ডলারে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল বিক্রি হয় ৯৪ ডলারে। সারা বিশ্বে যখন জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে, তখন দেশে তেলের মূল্যবৃদ্ধি সব মহলকে হতাশ করেছে।’

জি এম কাদের বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বেড়ে যাবে পরিবহন ব্যয়। নিত্যপণ্যের দাম বেড়ে যাবে কয়েক গুণ। পাশাপাশি দেশীয় পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে, বাড়বে দামও। এতে রপ্তানিশিল্পেও বিপর্যয় সৃষ্টি হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close