প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ আগস্ট, ২০২২

আজকের এই দিনে

আজ ৭ আগস্ট, ইতিহাসের এই দিনে পৃথিবীতে ঘটেছিল অনেক বিখ্যাত ঘটনা। ওই ঘটনাগুলো সমাজ ও রাজনীতিতে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। সেসব লেখা আছে ইতিহাস ও সমাজবিজ্ঞানের গ্রন্থে। আজও মানুষ গবেষণা করে সেসব ঘটনার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো নিয়ে। অনেক বুদ্ধিজীবী ও লেখক ওই গঠনাগুলোর নতুন নতুন ব্যাখ্যা-বিশ্লেষেণ করে চলছেন আজও। আসুন অতি সংক্ষেপে জেনে নিই সেসব ঘটনা। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

১৬৭৫ সালের এই দিনে রয়াল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপিত হয়।

১৮২১ সালের এই দিনে মিসৌরি আমেরিকার ২৪তম রাজ্যে পরিণত হয়।

১৯১১ সালের এই দিনে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।

১৯১৩ সালের এই দিনে বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়।

১৯১৪ সালের এই দিনে অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।

১৯২০ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত ওসমানীয় সাম্রাজ্যের সথেঙ্গ মিত্র পক্ষের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩৭ সালের এই দিনে চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং দুই বছর ওই দেশ দুটির মধ্যে যুদ্ধ চলে।

১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিমলগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

২০০৭ সালের এই দিনে বাংলাদেশের আকাশ থেকে বিশাল আকৃতির একটি বরফখণ্ড পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের পাশের একটি বাড়ির ক্ষয়ক্ষতি হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close