সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ০৫ আগস্ট, ২০২২

থাকার ঘর ভেঙে দিয়ে মাকে বাড়িছাড়া করল ছেলেরা

টাঙ্গাইলের সখীপুরে মায়ের থাকার ঘরের জমি দখল করে নিয়ে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন পাষ- সন্তানরা। উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মা আনোয়ারা বেগম (৭০) গত ৯ দিন ধরে মেয়ের বাড়ির পার্শ্ববর্তী ভালুকা উপজেলার কৈয়াদী গ্রামে অবস্থান করছেন। আনোয়ারা বেগম ওই গ্রামের মাঈন উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় সখীপুর থানায় ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ওই মা। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা বেগমের স্বামী মাঈন উদ্দিন ৩০ বছর আগে মারা যান। মারা যাওয়ায় পর স্বামীর রেখে যাওয়া ২২ শতাংশ জমিতে চাষাবাদ করে অনেক কষ্টে ৫ ছেলে ও ১ মেয়েকে বড় করেছেন তিনি। সম্প্রতি সেই জমিটি ৫ ছেলে কালাম (৪৫), আমিরা (৪৩), সুমিয়া (৩৮), আলম (৩২) ও সালমান (৩০) জোর করে দখল করে নিয়েছেন। অন্যদিকে মায়ের থাকার একমাত্র ঘরটি ভেঙে দিয়ে তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ওই সন্তানরা।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে আনোয়ায়া বেগমকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে কাঁদতে দেখে তাকে কি জন্য কাঁদছেন জিজ্ঞেস করা হলে তিনি বলেন, স্বামীর রেখে যাওয়া আমার ২৩ শতাংশ জমি ছিল। কদিন আগে জমিটুকু ছেলেরা দখলে নিয়েছে। আবার আমার থাকার ঘরটি ভেঙে দিয়ে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিছু দিন আমি এ-বাড়ি ও-বাড়ি ছিলাম। খবর পেয়ে মেয়ে এসে তার বাড়িতে নিয়ে গেছে। তিনি বলেন, এত কষ্ট করে সন্তানদের বড় করলেও তারা আমাকে কোনো দিনও জীবন চালানোর খরচ দেয়নি। এই অবিচারের জন্য আমি আমার ছেলেদের বিচার চাই আমার স্বামীর ভিটা ফিরিয়ে পাইতে চাই। আমি বাকিটা জীবন ওখানেই থাকব।

আনোয়ারার বড় ছেলে আবুল কালামের মুঠোফোনে এ ব্যাপারে কথা হলে তিনি বলেন, জমি জোর করে দখলে নেওয়া হয়নি। ওখানে আমাদের থাকার জন্য ঘর বানাব তাই আগের ঘরটি ভেঙে ফেলা হয়েছে। এদিকে আনোয়ারার মেয়ে সুমিয়া বেগম (৩৮) বলেন, ভাইয়েরা মায়ের জমি দখল নিয়েছে। থাকার একমাত্র ঘরটি ভেঙে দিয়ে এক কাপড়ে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি তাদের বিচার চাই।

সখীপুর থানার ওসি রেজাউল করিম এ বিষয়ে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close