প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ আগস্ট, ২০২২

আজকের এই দিনে

আজ ৪ আগস্ট। ইতিহাসের এই দিনে পৃথিবীতে ঘটেছিল অনেক যুগান্তকারী ঘটনা। সে ঘটনাগুলো আজও আলোচিত হয় বুদ্ধিজীবীদের আড্ডায়। এ ছাড়া ওই ঘটনার নানাবিধ ব্যাখ্যা-বিশ্লেষণ লিপিবদ্ধ আছে ইতিহাসের বইয়ে। আসুন সংক্ষেপে জিনে নেই ওই সব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

৯৫৪ : সাইফুদ্দৌলা হামদানী রোমান খ্রিস্টানদের পরাজিত করেন।

১১৮১ : ক্যাসিওপিয়াতে সুপারনোভা দেখা যায় ।

১১৮৭ : ক্রুসেডের হাথিন যুদ্ধে জেরুজালেমের রাজা লুসিগনানকে সালাউদ্দিন পরাজিত করেন।

১১৮৭ : সুলতান সালাহ উদ্দীন আইয়ুবীর বায়তুল মোকাদ্দাস অধিকার।

১৪৯২ : ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।

১৫৭৮ : আল কাছার আল কবিরের যুদ্ধে মুরদের হাতে পর্তুগিজরা পরাজিত হয়।

১৬৬৬ : নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মধ্যে সাগরে যুদ্ধ হয় ।

১৭০০ : তুরস্ক-রাশিয়া যুদ্ধবিরতি। আমেরিকার স্বাধীনতা চুক্তি স্বাক্ষর ঘোষণা।

১৭৭৬ : আমেরিকা স্বাধীনতা লাভ করে। জর্জ ওয়াশিংটন আমেরিকা রাষ্ট্রের স্থপতি বলে স্বীকৃত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close