প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ জুন, ২০২২

আজকের এই দিনে

আজ ৩০ জুন। ইতিহাসের এই দিনে পৃথিবীতে ঘটেছিল বিবিধ ঘটনা। এসব ঘটনা সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল তৎকালীন সমাজ ও রাজনীতিতে। ওইসব ঘটনা নিয়ে আজও বুদ্ধিজীবীরা চায়ের টেবিলে তর্কের তুফান তুলেন। এসব ঘটনার কথা লিপিবদ্ধ আছে বিখ্যাত সব ইতিহাসগ্রন্থে। আসুন অতিসংক্ষেপে জেনে নিই সেসব ঘটনার কথা। তথ্য নেওয়া হয়েছে ইউকিপিডিয়া থেকে।

৬৫৬ সালের এই দিনে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী (রা.) খেলাফত লাভ করেন।

১২৯৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্ন থেকে ইহুদিদের বিতাড়ন করা হয়।

১৭৫৫ সালের এই দিনে ফিলিপাইনে ক্যাথলিক ধর্মাবলম্বী সব চাইনিজ রেস্টুরেন্ট বন্ধ করে দেয়।

১৭৫৭ সালের এই দিনে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ্দৌলা ৩০ হাজার সেনা নিয়ে ইংরেজ অধিকৃত কলকাতা দখল করেন।

১৭৫৭ সালের এই দিনে নবাব সিরাজ উদ্দৌলা স্বীয় পত্নী ও কন্যাসহ পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রাজমহলে রাত কাটাতে গিয়ে তিনি ধরা পড়েন।

১৭৭২ সালের এই দিনে বাংলাদেশের রংপুরে ফকির মজনু শাহ জেহাদ শুরু করেন।

১৮৫৫ সালের এই দিনে ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়।

১৮৮৬ সালের এই দিনে ন্যায়বান গভর্মেন্ট দক্ষিণ শাহাবাজপুর পরগনা কোর্ট অব ওয়ার্ডসের শাসনাধীনে গ্রহণ করে বাবু পিতাম্বর বন্দ্যোপাধ্যায়কে অস্থায়ী ম্যানেজার নির্ধারণ করে দৌলতখায় প্রেরণ করে।

১৮৯৪ সালের এই দিনে কোরিয়া চীন থেকে স্বাধীনতা পেয়ে জাপানের সহযোগিতা কামনা করে।

১৮৯৪ সালের এই দিনে লন্ডন টাওয়ার ব্রিজ উদ্বোধন করা হয়।

১৯০৮ সালের এই দিনে রাশিয়ার সাইবেরিয়ার বৈকাল হ্রদের উত্তর-পশ্চিমের দুর্গম পার্বত্য এলাকা টাঙ্গুস্কায় এক প্রচন্ড শক্তির বিস্ফোরণ ঘটে।

১৯১৬ সালের এই দিনে রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯২০ সালের এই দিনে আয়াতুল্লাহ মীর্জা মো. ত্বাক্বী সিরাজীর নেতৃত্বে ইরাকের জনগণ ব্রিটিশ দখলদারদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম শুরু করে।

১৯৩৪ সালের জার্মানিতে ফ্যাসিবাদী হিটলারের বিরোধিতা করায় প্রায় এক হাজার লোককে হত্যা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close