প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৯ জুন, ২০২২

আজকের এই দিনে

আজ ২৯ জুন। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনে’। একনজরে দেখে নিন এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু।

ইতিহাস

১৬১৩ : শেকসপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়।

১৭৫৭ : লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িশার নবাব হন।

১৮০৭ : রাশিয়া-তুরস্ক যুদ্ধে দিমিত্রি সেনিয়াভিনের অটোমান নৌবহর ধ্বংস।

১৮১৭ : ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন।

১৮৬৮ : প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠা।

১৯৪৬: বিকিনিতে আমেরিকার প্রথম পরমাণু বোমা পরীক্ষা।

১৯৯২ : আততায়ীর গুলিতে আলজেরিয়ার প্রেসিডেন্ট বোদিয়াফ নিহত।

জন্ম

১৩২৬ : প্রথম মুরাদ, উসমানীয় সুলতান।

১৮৫৮ : পানামা খালের মার্কিন প্রকৌশলী গোথেলস।

১৮৮৩: চারুচন্দ্র ভট্টাচার্য, প্রখ্যাত অধ্যাপক ও লেখক।

১৮৯৩ : প্রশান্ত চন্দ্র মহলানবিশ, ভারতীয় বিজ্ঞানী, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।

১৯০০ : ফরাসি লেখক, কবি, সাংবাদিক এবং বৈমানিক অঁতোয়ান দ্য স্যাঁত-এগজ্যুপেরি।

১৯০৯ : শ্যামাদাস চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী।

১৯৩৬ : বুদ্ধদেব গুহ, ভারতীয় বাঙালি লেখক।

১৯৩৮ : অজিত রায়, বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক।

মৃত্যু

১৩১৫ : র‌্যামন লাল, লেখক ও দার্শনিক।

১৮৭৩ : মাইকেল মধুসূদন দত্ত, উনিশ শতকের বাঙালি কবি।

১৮৮৬ : এডলফ মন্টিসেলি, ফরাসি চিত্রশিল্পী ।

১৮৯৫ : টমাস হেনরি হাক্সলি, ইংরেজ জীববিজ্ঞানী, শিক্ষক ও অজ্ঞেয়বাদ দর্শনের অন্যতম প্রবক্তা।

২০১৪ : আবুল হোসেন, বাংলাদেশি কবি।

২০১৫ : মুজিবুর রহমান, বাংলাদেশি চিকিৎসাবিজ্ঞানী। সূত্র : উইকিপিডিয়া

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close