নিজস্ব প্রতিবেদক 

  ২৯ জুন, ২০২২

সরকার ও আওয়ামী লীগ এক না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করার সিদ্ধান্ত নিইনি। সংলাপে অংশ নেওয়া আপনার দেওয়া প্রস্তাবগুলো লিপিবদ্ধ করেছি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আগে আমি গুজবে বিশ্বাস করতাম। এখন আমাকে নিয়ে যখন গুজব শুনি, যা সত্য না।’ আর আওয়ামী লীগ ও সরকার এক না বলেও মন্তব্য করেন সিইসি।

গতকাল মঙ্গলবার ইভিএম নিয়ে ধারাবাহিক সংলাপের আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে ইসির সংলাপে বক্তব্য দিতে গিয়ে সিইসি এসব কথা বলেন। সংলাপে আওয়ামীসহ ছয়টি দল ইভিএমের পক্ষে বললেও গণফোরাম, ন্যাপ, জাসদসহ চারটি দল আরো যাচাইয়ের পর জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রস্তাব দেন। তবে আওয়ামী লীগ ৩০০ আসনে ইভিএম চায়। পাশাপাশি আগামী নির্বাচনে বিএনপি আসবে বলে আশা প্রকাশ করেন। 

সিইসি বলেন, ‘ইভিএমের সঙ্গে ইন্টারনেটের কোনো সম্পর্ক নেই, তাই হেকিংয়ের কোনো সম্ভাবনা নেই। যে সংশয়টা, আমি নিজেও কিন্তু গুজবে বিশ্বাসী। গুজব শুনতে খুব ভালা লেগেছে। আমার জীবনও ওভাবে কেটেছে। এখন যখন আমাকে নিয়ে কথা শুনি, সেগুলো কিন্তু সত্য না। অথচ আমি আগে এভাবেই গুজবই বিশ্বাস করতাম। আসলে মানুষের স্বভাবটাই হচ্ছে গুজবটা খুব শুনতে ভালো লাগে।’

‘আমরা ইভিএমের অন্ধ গ্রাহক ছিলাম না। সব আলোচনা লিপিবদ্ধ করেছি। আমাদের সামর্থ্য কতগুলো তা দেখব। এরপর সিদ্ধান্ত নেব। সম্পূর্ণ বা ফিফটি ফিফটি করব কি- না সে সিদ্ধান্ত নেব। আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করব, তখন সব নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু কোনো বাজে মতলব নিয়ে আসিনি বা আমাদের কোনো পক্ষ থেকে এ ধরনের কোনো আশ্বাসও কেউ দেননি। কোনো রাজনৈতিক চাপ আমাদের ওপর নেই এবং প্রধানমন্ত্রীও বলেছেন, সে সময় সরকার থাকবে কিন্তু আওয়ামী লীগ থাকবে না। সরকার আর আওয়ামী লীগ এক না। আমরা সরকার থেকে হেল্প নেব। আওয়ামী লীগের কাছ থেকে আমরা কোনো হেল্প নেব না। প্রশ্নই আসে না।’

‘আমরা সেই সহায়তা পাওয়ার অধিকারী। সেই সহায়তা আমরা আদায় করে নেব। যেই সহায়তা আমরা প্রাপ্য সেই সহায়তা আমাদের দিতে হবে। সেই সহায়তা যদি দেওয়া না হয়, আপনারা যদি আশাই করেন যে সুন্দর ইলেকশন হবে, সুন্দর ইলেকশন হয়তো হবে না। আরেকটা জিনিস হলো- আমরা আপনাদের মধ্যে ঐক্য চাচ্ছি, নির্বাচনী মাঠে সবাই থাকবেন এবং বিভিন্ন পার্টির উপস্থিতি কিন্তু এক ধরনের ভারসাম্য সৃষ্টি করে নির্বাচনের মাঠে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close