প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ জুন, ২০২২

আজকের এই দিনে

আজ ২৮ জুন। ইতিহাসের এই দিনে পৃথিবীতে ঘটেছিল বহু বিখ্যাত ঘটনা। এসব ঘটনা আজও সুপরিচিত মানবসমাজে। এ ঘটনাগুলো নিয়ে বুদ্ধিজীবীরা চায়ের টেবিলে তর্কের তুফান তুলেন। এ ছাড়া এসব ঘটনা লেখা আছে ইতিহাস বইয়ের পাতায় পাতায়। আসুন অতি সংক্ষেপে জেনে নিই ইতিহাসের সেই অতিপরিচিত ঘটনাগুলো।

১২৬৬ সালের এই দিনে মুসতানসির বিল্লাহ আব্বাসীয় খেলাফত লাভ করেন।

১৩৮৯ সালের এই দিনে অটোমান সামরিক বাহিনী সার্বিয়ান বাহিনীকে পরাজিত করে।

১৬৫৭ সালের এই দিনে দারা শিকোহ অনূদিত ‘শিক-ই আকবর’ প্রকাশিত হয়।

১৭৫৭ সালের এই দিনে মীর জাফর নবাব হন এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গভর্নর নিযুক্ত হন।

১৮২০ সালের এই দিনে প্রমাণিত হয় যে, টমেটো বিষাক্ত নয়।

১৮৩৮ সালের এই দিনে ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার অভিষেক ঘটে।

১৯১৯ সালের এই দিনে ভার্সাই চুক্তি, প্রথম বিশ্বযুদ্ধের পরপর যুদ্ধের মিত্রশক্তি ও তৎসংশ্লিষ্ট শক্তিগুলো এবং জার্মানির মধ্যে সম্পাদিত হয়।

১৯৫৪ সালের এই দিনে জওহরলাল নেহরু ও চৌ এন লাই ভারত ও চীনের মধ্যে পঞ্চশীলা নীতি ঘোষণা করেন।

১৯৬৩ সালের এই দিনে ক্রুশ্চেভ পূর্ব বার্লিন সফর করেন।

১৯৬৭ সালের এই দিনে ইসরায়েল কর্তৃক পূর্ব জেরুজালেম দখল হয়।

১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় রোমানিয়া।

১৯৭৬ সালের এই দিনে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে সেচিলিসের ১০২ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর স্বাধীনতা লাভ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close