প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৬ জুন, ২০২২

আজকের এই দিনে

আজ ২৬ জুন। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। এক নজরে দেখে নিন এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন।

ইতিহাস :

১২৮৪ : কিংবদন্তির হ্যামিলনের বংশিবাদক ১৩০ শিশুকে নিয়ে হারিয়ে যান।

১৫৩৯ : চৌসারের যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হন।

১৮১৯ : বাইসাইকেলের পেটেন্ট করা হয়।

১৮৯৬ : আমেরিকায় প্রথম সিনেমা হল চালু।

১৯৪০ : ২য় বিশ্বযুদ্ধ।

১৯৭৯ : কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মাদ আলীর অবসর গ্রহণ।

১৯৯১ : রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় ৪০০ পৃষ্ঠার পান্ডুলিপি লন্ডনে নিলামে উঠলে ভারত সরকার ২৬,৬০০ পাউন্ড দামে তা কিনে নেয়।

১৯৯২ : বাংলাদেশের কাছে ভারতের ৩ বিঘা করিডর হস্তান্তর।

২০০০ : বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে।

জন্ম :

১৮৫৬ : প্রখ্যাত আইরিশ লেখক জর্জ বার্নার্ড শ’।

১৮৩৮ : সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৮৮৭ : যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বাংলা ভাষার অন্যতম কবি।

১৯৩৪ : সাংবাদিক ও সাহিত্যজন কামাল লোহানী।

মৃত্যু :

১২৭৪ : পারস্য বিজ্ঞানী ও লেখক নাসির আল দীন তুসী।

১৯৩৭ : যোগীন্দ্রনাথ সরকার, প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক।

১৯৯৪ : জাহানারা ইমাম, বাংলাদেশি লেখিকা।

২০০৪ : ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের চরমপত্রখ্যাত এম আর আখতার মুকুল।

দিবস : নির্যাতনবিরোধী দিবস ও মাদকবিরোধী দিবস। উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close