সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২২ জুন, ২০২২

হেরোইন বহনে দুজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে ৮৫৬ গ্রাম হেরোইন রাখার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

আসামিরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকান্তপুর মধ্যপাড়া গ্রামের মৃত জিতু প্রামাণিকের ছেলে ও রিফাত পরিবহনের সুপারভাইজার লিটন হোসেন এবং একই উপজেলার শিবপুর এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে গাড়িচালক সোহাগ আলী।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ২৯ আগস্ট দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকায় র‌্যাব-১২ হেড কোয়ার্টারের সামনে এক মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব। সেখানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে নাটোর থেকে ঢাকাগামী রিফাত পরিবহনে তল্লাশি চালিয়ে ৮৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি ইউনুস আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেন। মামলার শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close