প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২২ জুন, ২০২২

আজকের এই দিনে

আজ ২২ জুন। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। একনজরে দেখে নিন এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু দিন।

ইতিহাস :

১৩৭৭ : দ্বিতীয় রিচার্ডের ব্রিটেনের সিংহাসনে আরোহণ।

১৫১৯ : ব্রিটেনে দাসপ্রথা বাতিল।

১৫৫৫ : সিরহিন্দ যুদ্ধে জয়লাভের পর আকবরকে সম্রাট হুমায়ুনের উত্তরাধিকার ঘোষণা।

১৬৩৩ : পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে- এই অভিমতের জন্য গ্যালিলিওর বিচার শুরু।

১৯০৪ : আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) প্রতিষ্ঠা।

১৯১১ : পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৯১৫ : নেপোলিয়ন দ্বিতীয়বার সিংহাসনচ্যুত হন।

১৯৪১ : হিটলারের সোভিয়েত রাশিয়া অভিযান শুরু।

১৯৭২ : আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের সদস্যপদ লাভ।

জন্ম :

১৯১২ : সাগরময় ঘোষ, লেখক ও বাংলা সাহিত্য-পত্রিকা ‘দেশ’ এর সাবেক সম্পাদক।

১৯২৩ : গৌরকিশোর ঘোষ, প্রথিতযশা বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক।

১৯৪০ : আব্বাস কিয়রোস্তামি, বিশ্ববিখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, আলোকচিত্রশিল্পী।

মৃত্যু :

১৪২৯ : জামশিদ গিয়াসউদ্দিন আল কাশি, মধ্যযুগের মুসলমান জ্যোতির্বিজ্ঞানী।

২০২০ : অমলেন্দু বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি জ্যোতির্বিজ্ঞানী। উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close