প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ জুন, ২০২২

আজকের এই দিনে

আজ ২০ জুন। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। একনজরে দেখে নিন এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু দিন।

ইতিহাস :

৬৩৮ : মসজিদে নববীর প্রথম সম্প্রসারণ।

১৭০২ : মুহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশের রওয়ার আক্রমণ করেন।

১৭৫৬ : নওয়াব সিরাজদ্দৌলার বাহিনী একটি ব্রিটিশ গ্যারিসনের সেনাদের একটি বদ্ধঘরে আবদ্ধ করে। সে ঘরে ১৪৬ জনের মধ্যে ১২৩ জন মারা যায়।

১৭৫৬ : ইংরেজদের কাছ থেকে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা পুনরুদ্ধার।

১৮৩৭ : রানি ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণ।

১৮৫৮ : গোয়ালিয়র দুর্গ ব্রিটিশের দখলে গেলে সিপাহি বিদ্রোহের অবসান ঘটে।

১৯৪৭ : বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বাংলা ভাগের প্রস্তাব গৃহীত।

জন্ম :

১৯০৯ : লেখক ও রাজনীতিবিদ পূর্ণেন্দু দস্তিদার।

১৯১১ : নারী জাগরণের কবি সুফিয়া কামাল।

১৯৫০ : ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল মালিকি।

১৯৬৭ : হলিউড অভিনেত্রী, গায়িকা ও মডেল নিকোল কিডম্যান।

১৯৭২ : ভারতীয় অভিনেতা রাহুল খান্না।

১৯৭৮ : ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

মৃত্যু :

৫৮৯ : গাজী সুলতান সালাহ উদ্দীন আইউবি।

১৬৬০ : বিখ্যাত ইংরেজ লেখক ড্যানিয়েল ডিফো লন্ডন।

১৯৮৭ : প্রাণিতত্ত্ববিদ ও পক্ষী বিশারদ সালিম আলি।

দিবস : বিশ্ব শরণার্থী দিবস, বাবা দিবস। উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close