নিজস্ব প্রতিবেদক

  ১৯ জুন, ২০২২

রাজধানীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৫

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পৃথক অভিযানে ফেনসিডিল-গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ২৪৪ বোতল ফেনসিডিল, ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি পিকআপ জব্দ করা হয়। গত শুক্রবার রাতে র‌্যাব-৩ ও র‌্যাব-১০-এর যাত্রবাড়ী এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব ও র‌্যাব-৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) পুলিশ সুপার বীণা রানী দাস এসব তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এনায়েত কবির সোয়েব বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২৪৪ বোতল ফেনসিডিলসহ মো. কামরুল হাসান (২৮) ও মো. শামীম আহমেদ (৪২) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, দুটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নিজেদের পেশাদার মাদক কারবারি বলে জানান। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। র‌্যাব-৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে ৬০ কেজি গাঁজা ও মাদকদ্রব্য ব্যবহারে একটি পিকআপ জব্দ এবং তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মোমেন মিয়া, খায়রুল ইসলাম ও মেহেদী হাসান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close