প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ জুন, ২০২২

আজকের এই দিনে

আজ ১৯ জুন। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। একনজরে দেখে নিন এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন।

ইতিহাস :

১৪৬৪ : ফ্রান্সের রাজা একাদশ লুই ডাক ব্যবস্থা চালু করেন।

১৮২৯ : ব্রিটেনে আইন পাসের মাধ্যমে মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা।

১৮৬২ : যুক্তরাষ্ট্রে দাস প্রথার বিলুপ্তি।

১৮৬৭ : অস্ট্রিয়ার যুবরাজ ম্যাক্সিমিলানের ফাঁসি কার্যকর।

১৮৭৭ : আদি যুগের হেলিকপ্টার পরীক্ষা করা।

১৯৫১ : নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান বা ন্যাটো গঠন।

১৯৫৩ : গুপ্তচর বৃত্তির অভিযোগে আমেরিকার বিপ্লবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেল রোজেনবার্গের মৃত্যুদণ্ড।

১৯৬৮ : আগরতলা ষড়যন্ত্র মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) শুনানি শুরু।

জন্ম :

১৯০১ : রাজচন্দ্র বসু, প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও পরিসংখ্যানবিদ।

১৯৪৫ : অং সান সু চি, বর্মি রাজনীতিক, কূটনীতিক এবং লেখিকা।

১৯৪৭ : আহমেদ সালমান রুশদি, ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

১৯৬৪ : বরিস জনসন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

১৯৭০ : রাহুল গান্ধী, ভারতীয় রাজনীতিবিদ।

মৃত্যু :

১৩৫০ : ফাখরুল মুহাক্বেক্বীন, ইসলামি আইনবিদ ও প-িত।

১৭৪৭ : নাদের শাহ, ইরানের শাহ ও আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা।

১৯০২ : জন ডালবার্গ, ইংরেজ ইতিহাসবিদ।

১৯০৭ : উমেশচন্দ্র দত্ত, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ।

১৯১৯ : অক্ষয় কুমার বড়াল, ঊনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।

১৯৮২ : নলিনী দাস, ভারতের স্বাধীনতা সংগ্রামী।

১৯৯৬ : স ম আলাউদ্দীন, মুক্তিযোদ্ধা, সাতক্ষীরার সাবেক এমএলএ।

২০০৮ : বরুণ সেনগুপ্ত, কলকাতার বাংলা দৈনিক ‘বর্তমান’-এর প্রতিষ্ঠাতা।

২০২০ : রাম চাঁদ গোয়ালা, বাংলাদেশের প্রথম বামণ্ডহাতি স্পিনার। উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close