বেলাব (নরসিংদী) প্রতিনিধি

  ২৮ মে, ২০২২

উন্নয়ন দেখে ষড়যন্ত্রকারীদের গা জ্বলে

শিল্পমন্ত্রী

নরসিংদীর বেলাবতে শিল্পাঞ্চল করার ঘোষণা দিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সরকারের উন্নয়ন দেখে ষড়যন্ত্রকারীদের গা জ্বলছে। তাই আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা যেন মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। গতকাল শুক্রবার বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাইস্কুল মাঠে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনূর্ধ্ব) ১৭-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের বড় বড় মেগা প্রজেক্টগুলো উদ্বোধনের অপেক্ষায় আর ঠিক ওই মুহূর্তে কিছু লোকের গায়ে জ্বালা শুরু হয়েছে, তাই তারা মাঠে ময়দানে আবল-তাবল কথা বলে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুজ্জামান খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনুর আক্তার, জেলা পরিষদ সদস্য মিরাজ মাহমুদ মেরাজ, থানা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বেলাব থানা অফিসার ইনচার্জ মো. সাফায়েত হোসেন পলাশ, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি, সাবেক চেয়ারম্যান মো. গোলাপ মিয়া, আমলাব ইউপি চেয়ারম্যান মো. নুরুল হাসান ভূঁইয়া, বাজানাব ইউপি চেয়ারম্যান খন্দকার মোখলেছুর রহমানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা। ওই খেলায় আমলাব ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে (১-০) গোলে হারিয়ে বাজনাব ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ জয়লাভ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close