প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ মে, ২০২২

সড়কে ঝরল ৪ প্রাণ

গোমস্তাপুরে ধানবোঝাই ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধা, পরীক্ষা দিতে যাওয়ার পথে লালমনিরহাটে এক শিক্ষার্থী, মুন্সীগঞ্জের গজারিয়া মহাসড়কে একজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাস্তা পারাপারের সময় ধানবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাবিয়া বিবি (৭৩) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাবিয়া বিবি রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামের আবদুর রাকিবের স্ত্রী।

লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। তার নাম নয়ন মিয়া (২০)। গতকাল সকালের দিকে পরীক্ষা দিতে যাওয়ার পথে তিনি এ দুর্ঘটনায় মারাত্মক আহত হন, পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকালের দিকে মারা যান। নয়ন মিয়া হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাদমা গ্রামের ইউনুস মিয়ার ছেলে। সে কাকিনা উত্তরবাংলা কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী।

মুন্সীগঞ্জ : প্রাইভেট কারে প্রবাসী ছেলেকে বিমানবন্দর থেকে আনার পথে মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছে। নিহতের নাম আম্বিয়া খাতুন (৫৫)। আহতরা হলেন অলি আহম্মেদ (২২), রিয়া (১০), কাইয়ুম (১৫), ইউসুফ আলম (২৩), ইয়াসমিন (৩০) ও দুলাল (৩০)। আহতদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেলে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের সবার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার কংশনগর পূর্বপাড়া বুড়িচং এলাকায়। গতকাল সকাল পৌনে ৭টায় জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি নামক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল উপজেলার কুমিরা ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মোস্তফা কুমিল্লার কোতোয়ালি সদর দক্ষিণের সুবর্ণপুর এলাকার আবদুল লতিফ প্রকাশ আবদুল মান্নানের ছেলে। বারআউলিয়া হাইওয়ে থানার এসআই মো. আমির উদ্দিন বলেন, একটি মোটরসাইকেলের পেছনে বসে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন মোস্তফা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রয়েল গেট এলাকার ইউটার্নে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় মোটরসাইকেল নিয়ে চালক পালিয়ে যান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিচয় শনাক্তের পর নিহতের বাড়িতে খবর দেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close